কুষ্টিয়ার মিরপুরে গাঁজাসহ জুয়েল আহম্মেদ (৩০) নামে যুব্ককে গ্রেফতার করছে র্যাব।
রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সাহেবনগর গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল আহম্মেদ একই এলাকার আতিয়ার রহমানের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৪.১ কেজি গাঁজা সহ আসামি জুয়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা। পরে মাদকসহ তাকে মিরপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫