আজকের তারিখ : এপ্রিল ৫, ২০২৫, ৪:৫৩ পি.এম || প্রকাশকাল : জানুয়ারী ১, ২০২৩, ৫:০৩ পি.এম
মাগুরায় ফকির মনোরঞ্জন গোসাই এর ৯ম তিরোধান দিবস উপলক্ষ্যে শুভ সাধুসঙ্গ

জয় গুরু জয় গুরু এই প্রতিপাদ্য বিষয়কে অনুসরণ করে মাগুরায় ফকির মনোরঞ্জন গোসাই এর ৯ম তিরোধান দিবস উপলক্ষ্যে শুভ সাধুসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আগামীকাল সোমবার ২ জানুয়ারী ২০২৩ তারিখে সন্ধ্যা থেকে দরি মাগুরা কোকিল কুঞ্জ বাড়িতে অনুষ্ঠিত হবে।
সাধুসঙ্গ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি থাকবেন সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ) ইসলামিক বিশ্ববিদ্যালয় ডঃ লিটন বরন শিকদার, সহকারী অধ্যাপক মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল ডাঃ তপন কুমার রায়। মুখ্য আলোচকে থাকবেন অধ্যাপক (অবঃ) গৌতম বসু।
আলোচক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও শিক্ষিকা (অবসরপ্রাপ্ত) সবিতা বসু। প্রবন্ধ উপস্থাপকে সহযোগি অধ্যাপক (ইতিহাস বিভাগ) রাজেন্দ্র কলেজ ফরিদপুর রেজাউল করিম। সভাপতিত্ব করবেন অধ্যক্ষ শাহী আলম। স্বাগত বক্তায় অধ্যক্ষ তপন কুমার বসু। অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, ধুমপান, মাংস ও মাদক বর্জিত সাধু সঙ্গ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha