আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ১২:১০ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১, ২০২৩, ৫:০২ পি.এম
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় দুই বাকপ্রতিবন্ধী বন্ধু নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে কালুখালী ভাটিয়াপাড়া লোকাল ট্রেনের ধাক্কায় দুই বাক প্রতিবন্ধী বন্ধুর মৃত্যু ও একজন আহত হয়েছে।
রোববার বেলা পৌনে একটায় উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর দক্ষিণ পাড়া ফরিদ মিয়ার বাড়ির সামনে রেললাইনে এ দূর্ঘটনা ঘটে। বাকপ্রতিবন্ধী মৃত দুই বন্ধু বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামার গ্রাম চরপাড়া সাখাওয়াত শেখের ছেলে বাকপ্রতিবন্ধী মিজু শেখ (৩২), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে বাকপ্রতিবন্ধী জাকারিয়া (৩৫), আহত অপর বাকপ্রতিবন্ধী বন্ধু বাইখীর গ্রামের ফরিদ মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী জাহিদ মিয়া।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই বাকপ্রতিবন্ধী তিন বন্ধু একত্রিত হয়ে ফরিদ মিয়ার বাড়ির সামনে রেললাইনের দু'পাটির ওপর বসে আকার ইঙ্গিতে আলাপ করছিল। এ সময় কালুখালী থেকে ভাটিয়াপাড়া গামী লোকাল ট্রেন আসলে রেললাইন পাটির পূর্বপাশে বসা বাকপ্রতিবন্ধী জাহিদ মিয়া দ্রুত লাফ দিয়ে সরে যায়, তবে পশ্চিম পাশে বসা অপর দুই বাকপ্রতিবন্ধী বন্ধু ট্রেনের ধাক্কায় রেললাইন পাশে ছিটকে পড়ে ঘটনা স্থলে মারা যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আবদুস সত্তার বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দুই জনের রক্তাক্ত দেহ মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের লাশ ব্যাগে ভরে ঘটনাস্থলে রাখা হয়। রেলওয়ে পুলিশ এসে ব্যবস্থা নেবে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. সরোয়ার বলেন, ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়। তবে রেললাইনের সেক্টর আলাদা। সেজন্য রেলওয়ে পুলিশ এসে এর ব্যবস্থা নেবে। এ বিষয়ে কারও কোনো অভিযোগ না থাকায় লাশ স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha