আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ১২:৫৮ এ.এম || প্রকাশকাল : জানুয়ারী ১, ২০২৩, ১:২৭ পি.এম
ফরিদপুর নাগরিক মঞ্চের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ফরিদপুর নাগরিক মঞ্চের উদ্যোগে নিজে সচেতন হই পরিচ্ছন্ন বাসযোগ্য দেশ গড়ি এই স্লোগানের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম দিনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ বিনাসী পলিথিন এর ব্যবহার কমিয়ে আনব, সড়কের পাশে গাড়ি মোটরসাইকেল ইজিবাইক, বাস, ট্রাক এলোমেলোভাবে পার্কিং করে যানজট ঘটাবোনা, পলিথিন আবর্জনা ভেঙ্গে নর্দমার প্রবাহ বন্ধ করব না, রাস্তার পাশে নির্মাণ সামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটাবোনা, ভবন নির্মাণ এর আগে রাস্তার প্রশস্ততা অনুযায়ী ভবন নির্মাণ সহ বিল্ডিং কোড মেনে চলবো ,
অকারনে গাড়ির হর্ন বাজাবো না এবং স্কুল ও হাসপাতালের সামনে হর্ন বাজানো থেকে বিরত থাকবো , মেয়েদের স্কুল কলেজের সামনে বখাটে- অনাহুতদের আনাগোনা বন্ধ করব, ফুটপাত দখল করে জন দুর্ভোগ সৃষ্টি করে ব্যবসা করব না, নদী দূষণ করবো না জলাশয় ভরা থেকে বিরত থাকবো।
এই সকল কার্যক্রম কে কেন্দ্র করে শহরে প্রচারণা চালায় ফরিদপুর নাগরিক মঞ্চ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আওলাদ হোসেন বাবর, সাধারণ সম্পাদক সাংবাদিক পান্না বালা, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাবুল, সদস্য রফিকুজ্জামান লায়েক, প্রথম আলো বন্ধু সভার সভাপতি মানিক কুন্ডু।
শহরের মুজিব সড়কের উভয় পাশে বিভিন্ন ব্যবসায়ী দোকান ও সাধারণ জনগণের মধ্যে উক্ত সচেতনতামূলক প্রচার পত্র বিতরণ করে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha