বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন নূরুন আলা নূর নবী পুত্র সন্তানের জনক হয়েছেন। গত ২৬ ডিসেম্বর দুপুর ১টা ৫০ মিনিটের সময় বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার স্ত্রী ফারজানা ফাইজা উর্মি পুত্র সন্তানের জন্ম দেন। নতুন অতিথির আগমনে ক্যাপ্টেন নূর ও তার স্ত্রী ফারজানা ফাইজা উর্মির ঘরে এখন আশার আলো ও আনন্দ। তথ্য নিশ্চিত করেন বেস্ট এভিয়েশন লিমিটেডের প্রাক্তন ফ্লাইট অপারেশন অফিসার মোঃ আব্দুল গফুর বিশ্বাস।
জানা যায়, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির দীঘলহাট গ্রামের কৃতিসন্তান, বেস্ট এভিয়েশন লিমিটেডের প্রাক্তন ফ্লাইট অপারেশন অফিসার মোঃ আব্দুল গফুর বিশ্বাসের জ্যেষ্ঠ কন্যা ফারজানা ফাইজা উর্মির সাথে রাজধানী ঢাকার উত্তরার উত্তরখান কুড়িপাড়ার খানবাড়ির প্রফেসর নবনূর নবী (কামরুল)’র পুত্র ক্যাপ্টেন নূরুন আলা নূর নবীর বিবাহ হয়।
বর্তমানে ক্যাপ্টেন নূর বগুড়ার মাঝিরা সেনানিবাসে কর্মরত। তার স্ত্রী ফারজানা ফাইজা উর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (বিএ (সম্মান) ইংরেজী, এমএ ইংরেজী)।
এদিকে, নবজাতক ও প্রসূতি দু’জনই সুস্থ্য আছে। নবজাতকের নাম রাখা হয়েছে রোশান ফাইয়াজ নূর (ফাইয়াজ)। পরিবারের সবাই শুকরিয়া আদায় করছেন।
বেস্ট এভিয়েশন লিমিটেডের প্রাক্তন ফ্লাইট অপারেশন অফিসার মোঃ আব্দুল গফুর বিশ্বাস অনুভূতি ব্যক্ত করে বলেন, নানা হওয়ার আনন্দ মুখে বলে বোঝানো যাবে না। বাসায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। আল্লাহর অশেষ রহমতে মেয়ে ও নাতি দুজনই সুস্থ্য আছে, ভালো আছে। দুনিয়ার এই নতুন মেহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করে তিনি আরো বলেন, মহান আল্লাহ আমার নানাভাই ফাইয়াজকে সুস্বাস্থ্য দান করুন এবং সে যেন বড় হয়ে এ দুনিয়ায় মহান আল্লাহর দিনের হুকুম অনুযায়ী চলতে পারে। মহান আল্লাহ সেই তৌফিক দান করুন, আমীন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha