আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ১১:৪০ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৪, ২০২২, ৫:৫৫ পি.এম
সিলিং ফ্যানের সাথে ঝুলে ছিল শাহিনের মরদেহ

ফরিদপুরের সালথা উপজেলায় নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল মো. শাহীন শেখ (৪০) নামে এক ভ্যানচালকের মরদেহ।
আজ শনিবার সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মুরাটিয়া পোড়াগদী এলাকায় এ ঘটনা ঘটে। শাহীন ওই গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, শাহীন ঢাকাতে ভ্যানে হকারি করে বিস্কুট ও চানাচুর বিক্রি করতেন। গত বৃহস্পতিবার তার বাবা মারা যাওয়ায় গ্রামের বাড়িতে আসেন। সে জুয়া খেলায় আসক্ত থাকায় ঋণগ্রস্ত ছিলেন। এছাড়া স্ত্রী পরকীয়ায় আসক্ত ছিলেন বলে সন্দেহ করতেন। পরে এসব বিষয় নিয়ে শুক্রবার সকাল ও দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদফা ঝগড়া হলে স্ত্রী তার বাবার বাড়ি নগরকান্দাতে চলে যান। বাড়িতে একা থাকায় রাত সাড়ে ৮ টার দিকে সবার অজান্তে শাড়ি কাপড় দিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে পাশের ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা শুক্রবার দিনগত রাত দুইটার দিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শাহীনের মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ত থাকা ও স্ত্রীর পরকীয়া সন্দেহে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছেন। তবে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেও বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha