আজকের তারিখ : ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৪৩ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২৬, ২০২২, ১২:১৩ এ.এম
ফরিদপুরে ৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
ফরিদপুর সদরের চরকমলাপুর এলাকা হতে ০৮কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গতকাল রাত সাড়ে বারোটায় ফরিদপুর জেলা শহরের চরকমলাপুর একটি বাড়ি থেকে মোঃ শামীম মাতুব্বর (৪০) নামে এক মাদক ব্যবসায়ী কে আট(০৮) কেজি গাজা সহ গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী শামীম কে গ্রেফতার করা হয়।
এসময় প্লাস্টিকের বস্তা থেকে গাজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত শামীম একজন পাইকারি মাদক কারবারি। তিনি কুমিল্লা থেকে মাদক কিনে এনে সেগুলো ফরিদপুরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন বলে জানা যায়।
এ ব্যাপারে কোতোয়ালী থানায় ডিবির এসআই আব্দুর রহিম মোল্লা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha