মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আবু নাসের বেগ।
মঙ্গলবার ২০ ডিসেম্বর দুপুর ২ টার সময় তিনি লাঙ্গলবাঁধ বাজারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রাথমিকভাবে তিনি ১২ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেককে এক ভ্যান টিন ও তিন হাজার করে টাকা এবং ক্ষতিগ্রস্ত ২ টি পরিবারকে দুই ভ্যান করে টিন ও ছয় হাজার করে টাকা প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ আবদুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, জেলা ত্রাণ অফিসার মোঃ নুরুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তগণ।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে লাঙ্গলবাঁধ বাজারের ১২ টি গুদাম ঘরে আগুন লেগে আনুমানিক ৬ হাজার ৬৫০ মণ পাট, মসুর, পেঁয়াজ, রসুন ও ধান পুড়ে যায় এতে আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি সাধিত হয়। শ্রীপুর ও শৈলকুপা ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha