ফরিদপুরের সালথায় ফাঁদ পেতে ৫ টি অতিথি পাখি শিকারের দায়ে মো. ইমামুল মোল্যা (১৯) ও আব্দুর রহিম মোল্যা (২০) নামে দুই তরুনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ইমামুল মোল্যা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের কৃষক মো. মাজেদ মোল্যা ছেলে ও আব্দুর রহিম একই গ্রামের কৃষক ছাদেক মোল্যার ছেলে।
সালথা থানার এসআই মো. আওলাদ হোসেন জানান, রবিবার সন্ধা ৭ টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া মাঠে ফাঁদ পেতে পাখি শিকার করছিল ওই দুই তরুন। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশের একটি টিম সেখানে গিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় আটকদের কাছ ই ৫টি জীবিত অতিথি পাখি উদ্ধার করা হয়।
বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ঘটনাস্থলে হাজির হন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সালাউদ্দিন আইয়ূবী। পরে তিনি ঘটনাস্থলেই আদালত বসিয়ে এই রায় দেন।
সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন আইয়ূবী বলেন, অতিথি পাখি শিকারের দায়ে ইমামুল ও রহিম নামে দুই শিকারিকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক করে বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার করে টাকা জরিমানা করা হয়েছে। আর উদ্ধার হওয়া পাখিগুলো অবমুক্ত করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha