চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের পরিদর্শন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
বুধবার (২১ডিসেম্বর) সকালে ১১ টার দিকে উপজেলার রহনপুর উনিয়নের রতনপুর আশ্রয়ণ নির্মিত ঘর পরিদর্শন করেন তিনি।
তিনি আশ্রয়ন প্রকল্প গুলোতে হাঁস, মুরগী, গরু, ছাগল পালন ও শাক সবজি চাষাবাদ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সুবিধাভোগীদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। যেখানে যে অসুবিধা মনে হচ্ছে সেখানে তিনি উপজেলা প্রশাসনকে দিক নির্দেশনা দিয়েছেন। পরে তিনি বিভিন্ন ফলের চারা, সবজি বীজ হাঁস মুরগী গরু ছাগলের জন্য ভিটামিন, কৃমিনাশক ও ভ্যাকসিন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার,প্রানী সম্পদ কর্মকর্তা কাওসার আলি, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য পরে উপজেলার চতুর্থ ধাপের প্রথম পর্যায়ে ৭৫ টি আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫