আজকের তারিখ : জুলাই ১০, ২০২৫, ১:৩২ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২১, ২০২২, ৭:০৭ পি.এম
বোয়ালমারীতে জেলা পরিষদের মার্কেটে অগ্নিকাণ্ড

বোয়ালমারীতে ডাক বাংলো রোডে অবস্থিত জেলা পরিষদ মার্কেটে বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই মার্কেটে অবস্থিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকের ব্যবসায়িক অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় অফিসটি বন্ধ ছিল।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক জেলা পরিষদের ডাক বাংলোয় বিকালে এক সংবাদ সম্মেলন করেন। ভবনের ছাদ থেকে পানি এসি এবং লাইটের হোল্ডারের মধ্যে ঢুকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে প্রান্ত সিদ্দিক বলেন, আমি জেলা পরিষদের মার্কেটের একটি কক্ষ ব্যবসায়িক অফিস হিসেবে ব্যবহার করি। ভবনের ওই কক্ষের ছাদ দিয়ে পানি পড়ত। এসি এবং লাইটের হোল্ডারের মধ্যে পানি ঢুকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাড়ে ৫লাখ টাকা খরচ করে আমি কক্ষের ডেকোরেশন করেছি। এছাড়া ঘরে এসি, আইপিএস ছিল। আমার অনেক গুরুত্বপূর্ণ কাগজ, চেক বইসহ যাবতীয় ডকুমেন্ট অফিসে ছিল। সবই আগুন এবং ফায়ার ব্রিগেডের পানিতে নষ্ট হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাফাত ইসলাম বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, রাকিব আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃদুল প্রমুখ।
এ ব্যাপারে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল সাত্তার বলেন, বৈদ্যুতিক গোলযোগের দরুন এসির কমপ্রেসার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে পানি দেয়ার কারণে ডেকোরেশন কিছুটা নষ্ট হয়েছে। এছাড়া ৪/৫টি চেয়ার, এসি, আইপিএস নষ্ট হয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha