আজকের তারিখ : মার্চ ১৩, ২০২৫, ২:০৮ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২০, ২০২২, ১০:১৬ এ.এম
সালথায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

ফরিদপুরের সালথায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা ও মিছিল করা হয়েছে।
সোমবার বিকাল ৫ টার দিকে সালথা চৌধুরী মোড় হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চৌধুরী মোড়ে এসে শেষ হয়।
এসময় ৩'শ ফুটের অধিক বৃহদাকারের একটি আর্জেন্টিনার পতাকা নিয়ে আর্জেন্টিনা, আর্জেন্টিনা ও মেসি, মেসি সহ নানা ধরনের শ্লোগানে মেতে ওঠাসহ একে অপরকে আবির ও রং মাখাতে থাকে আর্জেন্টাইন ভক্তরা। এই খেলা উপলক্ষে গতকাল রাতে অংশগ্রহণকারী আর্জেন্টিনা সমর্থকরা খাসি জবাই করে ভুড়িভোজের আয়োজনও করেছিলেন।
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিক আরিফুল ইসলাম বলেন, বিশ্বকাপ ফুটবলে আমার পছন্দের টিম আর্জেন্টিনা। ছোট বেলা থেকেই ম্যারাডোনার কৃতিত্বের কথা শুনো শুনো ও লিওলেন মেসির খেলা দেখো মুগ্ধ হয়ে এ দলকে সমর্থক করেছিলাম। এবারের বিশ্বকাপ মেসির হাতে উঠায়, আমরা মহাখুশি।
আরেক সমর্থক আবুল কালাম আজাদ বলেন, খেলা হচ্ছে কাতারে আনন্দ পেয়েছি আমরা, হৃদয়ের টিম আর্জেন্টিনা। সমর্থকরা মিলে আমরা খাসি জবাই করেছি, আনন্দটা সবাইকে নিয়ে উপভোগ করে
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha