আজকের তারিখ : জানুয়ারী ১, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২০, ২০২২, ৭:৩৭ পি.এম
পাবনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় ঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদরের দাপুনিয়া ইউনিয়নে হটোরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার দাপুনিয়া ইউনিয়নেন হটোরা গ্রামের সাবেক ইউপি সদস্য আরব আলী বিশ্বাসের স্ত্রী জাহনারা খাতুন (৫২) ও হেমায়েতপুর ইউনিয়নের শামীম আহমেদের স্ত্রী আলেছা খাতুন (৩৫)। তারা সম্পর্কে মা ও মেয়ে। আলেসার ঘরে দুই মেয়ে ১ ছেলে এবং জাহানারা খাতুনের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে বসতঘরের তারে কাপড় নেড়ে দিতে গিয়ে ছেঁড়া তারের সঙ্গে লেগে প্রথমে মেয়ে আলেছা বিদুৎপৃষ্ট হন। পরে মেয়েকে বাঁচাতে গিয়ে মাও বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনা টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাবেক ইউপি সদস্য আরব আলী বিম্বাস বলেন, আমার মেয়ে গতকাল সোমবার বিকেলে আমাদের বাড়িতে বেড়াতে আসে। আর আজ সকালে স্ত্রী এবং মেয়ের এমন মৃত্যুতে আমরা খুবই শোকাহত। কিছুতেই মেনে নিতে পারছি না।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদের উদ্ধার করে। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে । এ ঘটনা ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha