ফরিদপুরের নগরকান্দায় আগুনে পুড়ে সায়েম নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে উপজেলার শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামে এ ঘটনা ঘটে। সায়েম ঐ গ্রামের সাইফুল মাতুব্বরের ছেলে।
জানাগেছে সোমবার দুপুরে সায়েমের মা মর্জিনা বেগম নিজ রান্না ঘরে রান্না করছিলেন। এ সময় শিশু সায়েমকে রান্না ঘরে বসিয়ে মা পাশে কুমার নদে পানি আনতে যায়।
হঠাৎ রান্না ঘরে আগুন লেগে যায়। এলাকবাসি আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও শিশুটি ভস্মীভূত হয়। শহীদনগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।