ফরিদপুরের সালথায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর ) সকাল ১১টায় উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদ চত্বরে ৪'শ ৯০ জন শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর- ২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী (লাবু) এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, এমপির ব্যাক্তিগত কর্মকর্তা বেনজির আহম্মেদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, যুবলীগ নেতা আবুল হোসেন, মামুন মিয়া, বাকি বিল্লাহসহ অত্র ইউপি সদস্য বৃন্দ।
কম্বল বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি লাবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার কম্বল গট্টি ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরন করা হলো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই। শীতকালীন সময়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আপনারা সবাই দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha