ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক সাইফুল ইসলাম। তিনি ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মর্জিনা বেগম পেয়েছেন ৩ ভোট।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সাইফুল ইসলাম সালথা মডেল প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি।
সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী বলেন, নির্বাচনে সভাপতি পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ৮ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন। এরমধ্যে সাইফুল ইসলাম ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মর্জিনা বেগম ৩ ভোট পেয়ে পরাজিত হন। গত ১৪ ডিসেম্বর সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চারজন পুরুষ অভিভাবক সদস্য, একজন সংরক্ষিত মহিলা সদস্য ও তিন শিক্ষক সদস্য নির্বাচিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha