আজকের তারিখ : জানুয়ারী ১, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৮, ২০২২, ৩:২৯ পি.এম
পাবনায় সড়ক দূর্ঘটনায় চাটমোহরের সাবেক ইউপি সদস্য নিহত
সড়ক দূর্ঘটনায় পাবনার চাটমোহরের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। নিহত ইউপি সদস্যের নাম আরজান আলী ৪৫। তিনি মূলগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং ওই ইউনিয়নের চক উথুলী গ্রামের মৃত সাজেদর রহমানের ছেলে।
জানা গেছে, শনিবার১৭ ডিসেম্বর দিবাগত রাতে পাবনা থেকে সিএনজি যোগে চাটমোহরে ফেরার পথে পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় পৌছালে পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন তিনি।এলাকাবাসি তাকে আহতাবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে স্বজনেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তার মূত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha