ফরিদপুরের নগরকান্দায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর রোববার সকালে নগরকান্দা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। এতে অংশগ্রহন করেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও নির্যাতিত পরিবার।
গত ১৪ নভেম্বর উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ ও তার পরিবারের সদস্যকে বেধড়ক মারপিট করে। আজাদ মাতুব্বর ও রফিক শেখের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালায়। এ হামলায় মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ, তার স্ত্রী রোকেয়া বেগম, মেয়ে মারিয়া আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা মুক্তিযোদ্ধার বাড়ী ভাংচুর করে।
এ ঘটনায় ঐ দিনই মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক শেখ বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক মোল্যা, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুর রাজ্জাক শেখ, সাদেক শেখ, মোকসেদ হোসেন, আবুল কালাম মাতুব্বরসহ অনেকে। আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha