ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ইং পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (১৬ ডিসেম্বর) শুক্রবার সকাল ৬টা ৩৫মিনিট অব্যবহিত পর সালথা থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা শুরু হয়। ৮টা ৪৫মিনিটে উপজেলা পরিষদের শহীদ মিনারে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ৯টা ১৫মিনিটে উপজেলা পরিষদের চত্বর থেকে বিজয় র্যালি বের হয়ে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সকাল সাড়ে ৯টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালথা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। সাড়ে ১১টায় সালথা উপজেলা পরিষদের সাথে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, সালথা থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সালথা মডেল প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা সেচ্ছাসেবক লীগ, উপজেলা সাব-রেজীস্ট্রার অফিস, উপজেলা পূজা উদযাপন কমিটিসহ উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদিক, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রাকিবুল হাসান জুয়েল, সহ-সভাপতি শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুপ সাহা, সাধারণ সম্পাদক অনন্ত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রহ্লাদ চন্দ্র শীল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha