আজকের তারিখ : জুলাই ১৬, ২০২৫, ৮:৫৬ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৫, ২০২২, ১১:৫৯ এ.এম
ফরিদপুরে ৮০০ পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয় ফরিদপুর কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গতকাল ১৪ ডিসেম্বর রাত ৯-১০ টায় পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মো:হাসান মীর , পিতা মো:আজাহার মীর কে ৮০০(আটশত ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসান মীর ভাঙ্গা থানাধীন মীরাকান্দা, গ্রামের বাসিন্দা। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ঢাকা এবং কক্সবাজার থেকে সে বিভিন্ন কৌশলে ইয়াবার চালান এনে এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সেরাজএল ইসলম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha