আজকের তারিখ : জুলাই ৪, ২০২৫, ৩:৪৩ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৫, ২০২২, ৬:৪৯ পি.এম
মাগুরা যশোর মহাসড়কে যাত্রীবাহী মামুন পরিবহন দুর্ঘটনায় নিহত১

মাগুরা টু যশোর মহা সড়কে ট্রাক পরিবহন দুর্ঘটনায় নিহত হয়েছে ১জন ও আহত ২।ঘটনাটি মাগুরা টু যশোর মহাসড়কে শালিখা উপজেলার ছয়ঘরিয়া(হাজাম বাড়ি)নামক স্থানে আজ ১৫/১২/২০২২(ইং)তারিখে আনুমানিক ভোর ৪ টা-৩০মিনিটের সময় ঘটেছে বলে জানা যায়।
নরসিংদী থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা( মেট্রো-১৫-৮৯০৮,) মাগুরা শালিখা উপজেলার হাজামবাড়ীর মোড় নামক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রড বোঝাই ট্রাক ঝিনাইদহ( ট ১১-০৯৮১) পিছনে সজরে এসে ধাক্কা মারলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জানান রাত ১০টার দিকে রড় বোঝাই ট্রাক টি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো এবং ইঞ্জিনের কাজ করছিল ভোরে এঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শালিখা থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শর্য্যা সদর হাসপাতালে প্রেরণ করেন।ঘটনা স্থলে নিহত হয়েছে মোহাম্মদ আলী মোল্লা(৫০),পিতা মৃতঃশাহাজ উদ্দিন।আহত হয়েছেন পরিবহনের সুপারভাইজার মোঃ শান্ত মোল্লা (২০) নিহতের ছেলে। উভয়ের বাড়ী নরসিংদির পলাশপুর গ্রামঃশানেবাড়ি । অপর আহত হলেন মামুন পরিবহনের হেল্পার লিয়াদ হোসেন(২২) পিং লিয়াকত আলী,সাং চৌগাছা যশোর।
এ ঘটনায় শালিখা থানা অফিসার ইনচার্জ জনাব বিশারুল ইসলাম জানান, দুর্ঘটনা ঘটার তাৎক্ষণিক শালিখা থানার টহল পুলিশের টিম ঘটনা স্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। এবং নিহত কে মাগুরা মর্গে পাঠানো হয়েছে ড্রাইভারের চোখে ঘুম নিয়ে ড্রাইভিং করাই এ দুর্ঘটনা হতে পারে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha