জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। দালিলিকভাবে তারা প্রমাণ করেছে, অস্বাভাবিক সরকার তৈরি করার পুরনো রাজনীতিতেই রয়ে গেছে তারা। তারা কোনো আদালতের বিচার মানে না। তারা শুধু সাজাপ্রাপ্তদের সাজা বাতিলের প্রস্তাব দিয়েছে।
রোববার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদ নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি সাংবাদিকদের আরো বলেন, ১০ দফা চক্রান্তের দলিল। এখানে জনজীবনের সংকট নিয়ে কিছুই বলতে পারেনি বিএনপি। তিনি আরো বলেন,বিএনপি যাদের আলেম বলছে তারা কেউই আলেম নন। আলেম হওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি।
যারা কারাগারে আছেন তারা নারী ধর্ষণকারী, জঙ্গি সন্ত্রাসী ও খুনি। অর্থ পাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর। কারণ তারা ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থ পাচার করেছেন তার একটি অংশ এরমধ্যে ফেরত এসেছে।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha