শিবগঞ্জে বিদেশি অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার ইরফান আলীর বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেনÑ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিম ভাঙ্গা এলাকার ইসাহাক আলী (৩০), জনি ইসলাম (২২), ফারুক হোসেন (৩৭) ও শিবগঞ্জ উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার জাকির হোসেন (৩৫)।
রবিবার সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। এতে বলা হয়, উপজেলার পিরোজপুর এলাকায় বিদেশি অস্ত্র ও গুলি কেনাবেচা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীর অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে ওই এলাকার একটি বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
|
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha