আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ৫:২৯ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১০, ২০২২, ৬:৫০ পি.এম
ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
ফরিদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ১১:০০ থেকে ১৩:৩০ মিনিট পর্যন্ত কতোয়ালি থানাধীন নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের অফিসে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসটি আয়োজন করেন, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভলপয়েন্ট, এন্ড ডেভলপমেন্ট(BFF)
উক্ত অনুষ্ঠানে ০৩জন বিদেশি নাগরিকসহ ফরিদপুর জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরা হচ্ছেন Jennifer any Brown. The country name USA বাংলাদেশ প্রজেক্ট লিড এবং সিনিয়র ল্যান্ড টেনিউর স্পেশালিষ্ট ল্যান্ডেসা।
Tyler John roush. Country name USA. ডাইরেক্টর কমিউনিকেশন ল্যান্ডেসা ইউএসএ, Mirgul Amanalieva. Country name Indonesia.
পদবী-ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন(আইএলসি) এশিয়া।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আনোয়ার হোসেন রওশন জাহান মনি (উপ নির্বাহী পরিচালক)এএলআরডি, একেএম বুলবুল আহমেদ(প্রোগ্রাম অফিসার এ এল আর ডি) জনাব,মোস্তাকুজ্জামান, চেয়ারম্যান নথ চ্যানেল ইউনিয়ন পরিষদ ফরিদপুর মনজুরুল ইসলাম সোহেল রানা(প্রোগ্রাম অফিসার এ এল আর ডি)। সোহেল রানা (প্রোগ্রাম অফিসার এ এল আর ডি)।
উক্ত দিবস অনুষ্ঠানে অত্র এলাকার ৫০-৬০ জন নারী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান দুপুর দেড়টায় শেষ হয়। অনুষ্ঠানে পরবর্তী পর্বে কালাম বেপারীর বাড়িতে নারীদের সাথে নারীর ভূমি অধিকার নিশ্চিতে দাঁড়াই একসাথে,স্লোগানকে সামনে রেখে নারীদেরকে দলবদ্ধ হয়ে কৃষি সম্প্রসারণ কাজ করার আহ্বান জানান হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha