ফরিদপুরে নগরকান্দা কাসিমুল উলূম ইসলামী মাদ্রাসায় ৪ দিনের ইসলাহী জোড় শুরু হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল শুরু হয় এ ইসলাহী জোড়।
মাদ্রাসা মাঠে শুরু হওয়া এ জোড় চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। সারাদেশ থেকে হাজার হাজার ধর্ম প্রান মুসল্লিদের আগমনে এবং জিকিরে জিকিরে ভারী হয়ে উঠেছে মাদ্রাসা মাঠ।
ইসলাহী জোড়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন, উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ আলেমেদ্বীন, রাহবরে শরিয়ত ও তরীকত, শায়খুল উলামা, নগরকান্দা কাসিমুল উলূম মাদরাসার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক পীরে কামেল আল্লামা মুফতী আব্দুল গফফার সাহেব দাঃ বাঃ।
এ ছাড়াও আরো বয়ান করবেন, ফরিদপুর চৌরঙ্গী জামে মসজিদের খতিব মুফতী আব্দুল্লাহ মোস্তফা, কাসিমুল উলূম মাদরাসার শিক্ষা সচিব মুফতী আব্দুল কাইয়ুম সাহেব, ঢাকা ঢালকানগর মাদ্রাসার মোহতামিম মুফতি জাফর আহমাদ, যশোরের মাসনা মাদ্রাসার মোহতামিম মুফতী ইয়াহ ইয়া,
বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী রুহুল আমীন, গোপালগঞ্জের ভবানীপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা ইসমাইল ইব্রাহিম ও মাওলানা সগির আহমাদ ঢাকা। ৪ দিন পর্যায়ক্রমে এই সব বক্তারা বয়ান পেশ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha