আজকের তারিখ : এপ্রিল ১৭, ২০২৫, ৫:০৩ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৬, ২০২২, ৩:২৯ পি.এম
প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার প্রতিবাদ সমাবেশ নলছিটিতে

ঝালকাঠির নলছিটিতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মানের কথিত অনিয়ম নিয়ে স্থানীয় একটি মহলের আয়োজিত মানববন্ধনের পাল্টা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে দপদপিয়া ইউণিয়নের স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার ( ০৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের কাঠেরঘর নামক স্থানে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শতাধিক সাধারন জনতা অংশগ্রহন করেন। প্রতিবাদে অংশ নেওয়া সেনা সদস্য(অবঃ) আনিচুর রহমান বলেন, নলছিটির দপদপিয়ায় ভালো মানের নির্মান সামগ্রী দিয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মান করা হচ্ছে কিন্তু একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ও আওয়ামী লীগের অবদানকে বিতর্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র করে যাচ্ছে।
তারা আরও বলেন নিজেদের অন্যায় আবদার পূরন না হওয়ায় কথিত মানববন্ধন করে প্রশাসনকে চাপে ফেলে স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দপদপিয়া ইউনিয়নবাসী এই কুচক্রীদের বিরুদ্ধে সজাগ আছে তাদের কঠোর হাতে প্রতিরোধ করা হবে। এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সার্টিফিকেট সহকারি রাজিব চক্রবর্তী বলেন, একটি মহল অযথা আমাকে জড়িয়ে অপপ্রচার করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha