বোয়াল খালী উপজেলার পুর্ব চরণদ্বীপ বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রঃ) স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) ও আজিমুশশান সুন্নী কনফারেন্স ২০২২ গত সোমবার ৫ ডিসেম্বর হাজ্বী মোখলেছুর রহমান টেন্ডাল জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়েছে। হযরত শাহ ছুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া শাহ আল হারবাংগিরীর সভাপতিত্বে এতে প্রধান অথিতি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নুরুল হক সওদাগর।
মেহরাজ নোমানের সঞ্চালনে মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাকরির করেন অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হাসান রেজা,তাকরীর করেন মাওলানা সৈয়দ রাহমান মিয়া আল হারবা্বাং গিরী,মুফতি মাঈনুল ইসলাম জুনায়েদ, মাওলানা তাওহিদুল আলম রিয়াদ,মাওলানা হোসেন কুতুবী,মাওলানা নাছির উদ্দিন রেজভী,মাওলানা নুরুল আবছার, বিশেষ অথিতি চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম, মোঃ জাফর, ইম্রানুল ইসলাম চৌধুরী ববি, সাবের আহমদ রিজভী,মোঃ রফিক মেম্বার, সালাহ উদ্দিন মাহ মুদ, মোজাম্মেল হক রুবেল দিদারুল ইসলাম চোধুরী মুন্না, মোঃ নেজামুল হক, মোঃ সাকিব,মোঃ মুনির, শাইয়ের মো এমদাদুল হক প্রমুখ ।
মিলাদ মাহফিল শেষে পুর্ব চরণদ্বীপ বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রঃ) স্মৃতি সংসদের সংগঠনের পক্ষ থেকে প্রধান অথিতি বিশিষ্ট সমাজ সেবক দানবীর প্রবীননেতা আলহাজ্ব নুরুল হক সওদাগরকে ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।