কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় ৪ ডিসেম্বর খোকসা মুক্ত দিবস পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
সকাল ১০টা পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে আনন্দ র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদে এসে শেষ হয়।
বেলা ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার প্রশাসক ও নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ খোকসা-কুমারখালী সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর এর সঞ্চালন বক্তব্য রাখেন শোমসপুর মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক আয়েন উদ্দিন, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞান সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়ে। প্রধান অতিথি সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন বর্তমান সরকার স্বাধীনতার পক্ষের সরকার এই সরকার সবসময় মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেন। এই সরকার যখন ক্ষমতা তখন দেশর মানুষ ভালো থাকে।
|
তিনি আরো বলেন জামাত বিএনপি স্বাধীনতা বিরোধী দল তারা সব সময় বাংলাদেশকে একটি জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চাই তাই আপনারা মুক্তিযোদ্ধারা সজাগ থাকবেন আগামীতে এই দেশ বিরোধী দের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তুমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করা আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha