আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১২:১৯ এ.এম || প্রকাশকাল : ফেব্রুয়ারী ৬, ২০২১, ৩:১১ পি.এম
নড়াইলে এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের উদ্বোধন

ভারতীয় এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার, নড়াইল তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে নড়াইল সদর হাসপাতাল সংলগ্ন হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের ম্যানেজার শতদল ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন-এইচসিজি ইকো ক্যান্সার সেন্টার নড়াইলের উদ্যোক্তা শাহাবুল ইসলাম সবুজ ও তরিকুল ইসলাম, বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল বাকী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ শেখসহ অনেকে।
ভারতের স্বনামধন্য এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের মাধ্যমে নড়াইলসহ বাংলাদেশের ক্যান্সার রোগিরা বিভিন্ন পরামর্শ ও চিকিৎসা পাবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগিদের চিকিৎসাসেবা দিবেন।
ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এইচসিজি ইকো ক্যান্সার সেন্টারের শাখা রয়েছে। যার মাধ্যমে ক্যান্সার রোগিরা সহজে চিকিৎসাসেবা পেয়ে থাকেন বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha