আজকের তারিখ : এপ্রিল ২০, ২০২৫, ৪:৩৪ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২, ২০২২, ১১:৪২ এ.এম
ফরিদপুরে রেজওয়ান মোল্লা নার্সিং ইনস্টিটিউশনে সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত

রেজওয়ান মোল্লা নার্সিং ইনস্টিটিউট, ফরিদপুরের শিক্ষার্থীদের উপস্থিতিতে জেলা পুলিশ, ফরিদপুর এবং বাংলাদেশ ইয়ংস্টার স্যোশ্যাল অর্গানাইজেশন (বাইসো),ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত গত বৃহস্পতিবার সচেতনতামূলক সেমিনারে সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতমূলক ধারণা দেন ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব সুমন রঞ্জন সরকার।
উক্ত সেমিনারে সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইমের বিভিন্ন ধরণ, সাইবার ক্রাইম থেকে প্রতিরোধ পাবার উপায়, কেউ সাইবার ক্রাইমের শিকার হলে কিভাবে প্রতিকার পাওয়া যাবে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে বাংলাদেশ পুলিশের গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সেমিনারে মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও আত্মহত্যার ভয়াবহতা ও তা প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়।
উক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন এসআই রাহুল অনিক, উক্ত ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ এবং টিম বাইসো, ফরিদপুর জেলা শাখা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha