রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চর আফড়া পানি উন্নয়ন বোর্ড বরোপিট পুনঃখনন প্রকল্প শনিবার সকালে উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় মৎস্য অধিদপ্তরাধীন জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থবছরের পুনঃখনন প্রকল্প উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।
পাংশার এসিল্যান্ড ও ভারপ্রাপ্ত ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মো. আলীমুজ্জামান চৌধুরী, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল ও পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহরিয়ার, এলসিএস দলনেতা মো. মজিবর ফকীর ও শামীম রানা সবুজ, সাংবাদিক মো. মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।