আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৮:৫২ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ৩০, ২০২২, ৯:১২ পি.এম
ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনার পক্ষ থেকে জেলা প্রশাসক অতুল সরকারকে বিদায়ী সংবর্ধনা প্রদান

ফরিদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক সদ্য যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন। পদোন্নতি সূত্রে বদলী জনিত বিদায়ী উপলক্ষে ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসক অতুল সরকারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে, (৩০ নভেম্বর) বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
ফরিদপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে, সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক অতুল সরকারকে এ সময় ফুল দিয়ে সংবর্ধনা জানান সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান, পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক এস এম আল কামাল সহ
জেলা ও সদর উপজেলার পরিবার পরিকল্পনার দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
এরআগে সকাল ১১ টায় ফরিদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের নব যোগদান কৃত (১৫-২০) গ্রেট ভুক্ত কর্মচারীদের বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভার প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার নব যোগদান কৃত কর্মচারীদের হাতে নিয়োগ পত্র তুলে দেন। এবং তাদের সাথে এক শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha