রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ এবং পরিষদের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার নবনির্বাচিত সদস্যদের গত বৃহস্পতিবার ২৪ নভেম্বর পাংশায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সকাল ১১টার সময় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী ৩টি উপজেলার মাদরাসার শিক্ষক কর্মচারীদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মীর মোঃ আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর খোন্দকার মোহাঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা পরিষদের পাংশা উপজেলা ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ও রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু এবং রাজবাড়ী জেলা পরিষদের বালিয়াকান্দি উপজেলা ওয়ার্ডের সদস্য আব্দুল বারিক বিশ্বাস বক্তব্য রাখেন।
বিশেষ অতিথিদের মধ্যে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রাজবাড়ী ভান্ডারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম মনির প্রমূখ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম, রায়নগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ লুৎফর রহমান, জয়কৃষ্ণপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইয়াসীর আরাফাত, মাজবাড়ী আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস ও মাজবাড়ী আলীম মাদরাসার সহকারী মৌলভী মোঃ সাদেকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। আর মাদরাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান রয়েছে। বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি আরো বলেন, বিগত বিএনপি সরকারের সময়ে মানুষের জীবনযাত্রার নিরাপত্তা ছিল না। সন্ত্রাস-জঙ্গিবাদ, খুন-রাহাজানির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। কিন্তু বর্তমানে সে পরিস্থিতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির বিবরণ তুলে ধরেন তিনি। দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে শিক্ষকসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতার গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার অর্ধশতাধিক মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষক-কর্মচারীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha