আজকের তারিখ : এপ্রিল ১৭, ২০২৫, ৫:১০ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২৮, ২০২২, ১:৩৪ পি.এম
নলছিটিতে মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে একদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও ঝালকাঠি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা পরিষদ সদস্য (সাবেক) বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, ঝালকাঠি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহকারী পরিচালক আবদুল কাদের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর,জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া নাসরিন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রাসেল ঢালী,নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা প্রমুখ।
বক্তারা মাদকদ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাবের উপর আলোকপাত করেন ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন জোরালো করার উপর গুরুত্বারোপ করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,ছাত্রছাত্রী ,সাংবাদিক, সুধিসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত শ্রোতাদের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha