ফরিদপুরের সালথায় পুকুরের পানিতে পড়ে মো. হেদায়েত মুন্সি (৬) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ৫ ঘন্টা পর পানির নিচ থেকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা (ডবুরী) শিশুর মরদেহ উদ্ধার করে।
নিহত শিশু মো. হেদায়েত মুন্সি ওই গ্রামের এনামুল মুন্সির ছেলে। চার ভাই-বোনের মধ্যে হেদায়েত দ্বিতীয় ছিলো।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকাল আটটার দিকে মায়ের সাথে প্রতিবেশী আক্তার মোল্যার বাড়িতে যান হেদায়েত। প্রতিবেশীরা এসময় হেদায়েতকে একটা রুটি দেন। আর হেদায়েতের মা ওই বাড়ির মহিলাদের সাথে কথা বলছিলেন। এসময় মায়ের অজান্তে রুটি খেতে খেতে হেদায়েত হারিয়ে যায়। কিছু সময় পর তাকে আর কোথাও খুজে পাওয়া যায়না। অনেক খোঁজাখুঁজির পর আক্তার মোল্যার পুকুরের মধ্যে একটি রুটি ভাসতে দেখে এলাকাবাসি নিশ্চিত হন হেদায়তে এই পুকুরের মধ্যেই পড়ে গিয়েছে।
পরে এলাকাবাসী পুকুরে জাল ফেলে ও ডুবিয়ে অনেক চেষ্টা করেন হেদায়েতকে উদ্ধার করতে কিন্তুু তারা হেদায়েতকে উদ্ধার করতে ব্যার্থ হন।
৫ঘন্টা পর সালথা ফায়ারসার্ভিস ও মাদারীপুর ফায়ারসার্ভিসের চেষ্টায় দুপুর একটার দিকে পুকুর থেকে হেদায়েতের মরদেহ উদ্ধার করা হয়।
সালথা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শিশু হেদায়েত পানিতে পরার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গিয়ে পুকুরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করি। পরে ফরিদপুর জেলা কর্মকর্তার মাধ্যমে দ্রুত মাদারীপুর ফায়ারসার্ভিসের উদ্ধার (ডুবুরী) কর্মীদের পাঠান। তারা এসে পুকুর দ্রুত সময়ের মধ্যেই হেদায়েত এর মরাদেহ উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
[caption id="attachment_29036" align="alignnone" width="1200"] -স্বজনদের আহাজারী।[/caption]
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha