চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রশাসনের হস্তক্ষেপ একটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। রবিবার (২৭ নভেম্বর ) উপজেলার আলী নগর ইউনিয়নের নাদেরাবাদ ( রেল লাইনের ধারে ) গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিবাহটি বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, একটি স্কুলছাত্রীর বাল্য বিবাহের খবর পেয়ে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরসহ আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌছে বিয়েটি বন্ধ করা হয়। তিনি আরও বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারা এবং ৮ ধারা অনুযায়ী উভয় পক্ষকে ১০০০০/ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও ছেলে ও মেয়ে উভয়ের কাছ থেকে পরবর্তীতে বাল্যবিবাহ কার্যক্রমে জড়িত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha