ঝিনাইদহের মহেশপুর পৌর নির্বাচনে বৃহস্পতিবার উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছায়ের সময় বিএনপি দলীয় মেয়র প্রার্থী আমিরুল ইসলাম খান চুন্নুর হলফ নামায় আয়কর ফাইল না থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
এ সময় সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী তহমিনার হলফ নামায় আয়কর ফাইল সহ কয়েকটি স্থানে ভূল থাকার কারণে তারও মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল ইমরান জানান, মেয়র প্রার্থী আমিরুল ইসলাম খান চুন্নুর মনোনয়ন পত্রের হলফ নামায় আয়কর ফাইল না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অপর দিকে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী তহমিনা খাতুনের একই ভুল ও শিক্ষাগত স্থানে ভুল থাকার কারণে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তবে জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে আপিল করার সুযোগ রয়েছে। উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha