আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২৫, ২০২২, ৫:৪৫ পি.এম
নগরকান্দায় প্রধান মন্ত্রীর উপহার ঘরে অগ্নিকান্ড

ফরিদপুরের নগরকান্দায় প্রধান মন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের তারার মাঠ আশ্রয়ন কেন্দ্রের দুর্যোগসহনীয় ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসি আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আশ্রয়নের বাসিন্দা জোহরা বেগমের বসত ঘরের আংশিক ও রান্না ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাবু মোল্যার স্ত্রী জোহরা বেগম রান্না করার সময় রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে।
ইউপি সদস্য আবুল হোসেন বাউয়ালী বলেন, এলাকাবাসির সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনার সাথে সাথে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি চাল, ৪ কেজি তেল, ৪ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ৪টি সাবান, ২ প্যাকেট সেমাই ও ৫টি কম্বল ইত্যাদি ত্রাণ সামগ্রী প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha