আজকের তারিখ : জুলাই ৩১, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২৩, ২০২২, ৭:২৫ পি.এম
খোকসায় ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে মাসিক সমন্বয় অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার মাধ্যমিক পর্যায় প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে উপজেলা সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের অংশ গ্রহণে মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জর্জ কোর্টের সাবেক পিপি ও ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় সভাপতি এডভোকেট আকরাম হোসেন দুলাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও অত্রবিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন খোকসা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন শিক্ষা জাতির মেরুদন্ড আর শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে তাহলে বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলা সম্ভব।
তিনি এ ব্যাপারে সকল শিক্ষককে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে শিক্ষা দিতে হবে। সভায় বক্তাগণ শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha