মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের শেখ হাসিনা সেতু সংলগ্ন চরজাঙ্গালিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে গতকাল বুধবার সকালে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত: ৩০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১৭ জনকে মহম্মদপুর ও ৬ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালিন সময়ে তিনটি বসত বাড়িতে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা প্রর্যন্তু এলকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় বিকেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওই এলাকার হাবিবুর রহমান জানায়, উপজেলা সদরের চরজাঙ্গালিয়া গ্রামের হানিফ শেখ এবং সিরাজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার সকালে এ বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত: ৩০ ব্যক্তি আহত হন।
তাদের মধ্যে আব্দুল্লাহ, আজিজুল, কাবুল, সিহাব, খোকন, নূর ইসলাম, রুবেল, রবিউল, ইব্রাহিম, হারেজ, হাবিবুল্লাহ, সিরাজ, মেহেদী, জিয়া, সরোয়ার, সবুজ, আলিমুল, জামিলা, পিকুল, পান্নু, রফিক এবং হানিফকে মাগুরা ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে হাফিজার শেখ ও হানিফ শেখের তিনটি ঘরে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে মহম্মদপুর থানার সেকেন্ড অফিসার এসআই সুকুমার বলেন, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। ফের সংঘর্ষের আশঙ্কায় বিকেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha