আজকের তারিখ : এপ্রিল ৬, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২২, ২০২২, ৮:৪৭ পি.এম
মাগুরার শত্রুজিৎপুরে তফসীল ভুক্ত জমি দখল নিয়ে আপন সহোদরের জীবননাশের হুমকি ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্লিডিং কাজ চলমান

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের শত্রুজিৎপুর এলাকার বাজারে তফসীল ভুক্ত জমি ও সম্পত্তি দখল নিয়ে আপন সহোদর অমল কুমার সেন এর জীবননাশের হুমকি প্রদান এবং জায়গা জমি ও দোকান জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করেন ছোট ভাই মলয় কুমার সেন।
শনিবার ১৯ নভেম্বর দুপুর ১২ টার সময় শত্রুজিৎপুর মৃত অজিত কুমার সেন এর বাড়ি গিয়ে জানা যায়, ২৭১৩ নং দলিলের জমিতে ২৭ এপ্রিল ১৯৯৩ সাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে সবাই একসাথে ভাইয়েরা বসবাস করে আসছিলো। কিন্তু হঠাৎ করে গত সোমবার ১৮ জুলাই ২০২২ সালে অনুমান বেলা ১২ টার সময় মাগুরার অধীন ১৭৫ নং বিষ্ণুপুর এবং ১৬৫ নং শত্রুজিৎপুর মৌজার ২৩ শতক তফসিল ভুক্ত জমি দখল করার জন্য মলয় কুমার সেন স্থানীয় ভাড়াটিয়া মাস্তান নিয়ে আসে।
অমল কুমার সেনের জায়গা জমি ও জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা জন্য দেশীয় অস্ত্র হাতুড়ি, হাম্বুর, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে ভাড়াটিয়া হালিম শেখ, ইলিয়াস আক্তার, ওসমান মোল্লা সহ আরও বেশকিছু লোকজন আসে। তারা অমল সেনের দখলীয় জায়গার গাছপালা কুপিয়ে কাটে, পুকুরের মাছ মেরে নেওয়ার চেষ্টা এবং সেই সাথে অকথ্য ভাষায় গালাগালিজ করে প্রাণে মেরে ফেলার জীবননাশের হুমকি প্রদান করে। মাগুরা মোকাম ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় মামলার বিবরণীতে দেখা যায়, আসামি হলো, মলয় কুমার সেন পিং- মৃত অজিত কুমার সেন, নীলান্তিকা দে পিং- মৃত নির্মল কুমার দে, প্রত্যয় কুমার সেন (২৫) পিং- মলয় কুমার সেন,
অলোক সাহা পিং- মৃত ধীরেন্দ্রনাথ সাহা সহ আরও অপরিচিত ভাড়াটিয়া মাস্তান শ্রেণির লোকজন। এ কারণে ১৩৭৮ দাগের প্রার্থনা ন্যায়বান মাগুরা আদালত দয়া প্রকাশে ১৪৪/১৪৫ ধারা মতে প্রসেডিং ড্র করতঃ ওসি মাগুরা সদর থানাকে নালিশী সম্পত্তিতে স্থিতিঅবস্থা বজায় রাখিবার বিহীত আদেশ দান বা প্রদান করে। সরেজমিনে দেখা যায়, মহামান্য বিজ্ঞ মাগুরা আদালতের ১৪৪/১৪৫ ধারাকে অমান্য করে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কাজ চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha