মাগুরার মহম্মদপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত সম্প্রদায়ের ৫৫ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে ওই বাইসাইকেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ মাগুরার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, মহিলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, জেলা পরিষদ সদস্য নাজনীন রব্বানী, ইউপি চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বাইসাইকেল পেয়ে ছাত্রীদের মধ্যে তাৎক্ষণিত আনন্দ উল্লাসে মেতে ওঠে। এবং স্কুলে যাতায়াতসহ লেখা-পড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বলে এ সময় তারা অভিমত ব্যক্ত করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫