আজকের তারিখ : জুলাই ৩১, ২০২৫, ৮:০৪ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২১, ২০২২, ৭:৩১ পি.এম
খোকসায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে খোকসা ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা (ভারপ্রাপ্ত) তথ্য অফিসার শিল্পী মন্ডল।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের গল্প করেন খোকসা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মল্লিক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, ধোকড়াকোল কলেজের প্রভাষক আহসান হাবিব, বিদ্যালয়ের সভাপতি নাজমুল ছালেহীন সুজন, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমি তুলে ধরে গল্প ও আলোচনা করেন। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha