আজকের তারিখ : জুলাই ২৩, ২০২৫, ৪:৩৫ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২১, ২০২২, ২:২৩ পি.এম
মহান বিজয় দিবস উদযাপনে চাটমোহরে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

পাবনার চাটমোহর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ নভেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মমতাজ মহলের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, সহকারী কমিশনার ভূমি মোছা তানজিনা খাতুন,উপজেলা আওয়ামী লীগের সাধরন সম্পাদক আতিকুর রহমান আতিক, পাবনা জেলা পরিষদের সদস্য সাইদুল ইসলাম পলাশ,চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী এস এম মোজহারুল হক,হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন, গুনাইগাছা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী বাবলু প্রমূখ।
প্রস্তুতিমূলক সভায় বক্তরা, মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপনে তিন দিন ব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করার আহবান জানান, এসকল কর্মসূচির মধ্যে থাকবে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের স্মরনে উপজেলা চত্বর শহীদ স্মৃতি স্তম্ভে পুস্তস্তবক অর্পণ, ৩১ বার তোপধ্বনি, চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা,বালুচর খেলার মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন,জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন,সকল ধর্মীয় উপাসনালয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা। এছাড়া সন্ধ্যায় উপজেলা শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভার শুরুতে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha