আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ১২:৪৭ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১৮, ২০২২, ১১:৪৭ এ.এম
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ফরিদপুরে শুরু হয়েছে জার্সি বেচাকেনা
বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার বাকি। আর সে উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে জার্সি বেচাকেনা।
বেচাকেনার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা দলের জার্সি।
এ ব্যাপারে বেশ কয়েকজন দোকানি জানান সব ধরনের দর্শকদের কথা চিন্তা করে তারা কম মূল্যে জার্সি গুলি বিক্রি করছেন। বর্তমানে একটা ব্রাজিলের জার্সি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে তাছাড়া আর্জেন্টিনা দলের জার্সির একই রকম দাম। এ দুটো বাদে অন্যান্য দলের জার্সির চাহিদা কম।
শহরের ফুটপাতের জার্সি বিক্রেতা মনির জানেন গত কয়েকদিন থেকে বর্তমানে বেচাকেনা ভালো। তিনি আশা করেন বেচাকেনা আরো ভালো হবে।
তিনি বলেন ঢাকার বিভিন্ন বাজার থেকে আমরা জার্সি গুলি কিনে আনি। আর অল্প কিছু লাভ হলেই সেগুলো বিক্রি করে দেই।
সব ধরনের দর্শক আমাদের কাছে জার্সি কিনতে আসে। এখানে যে দামে জার্সি পাওয়া যায় মার্কেটের দোকানগুলোতে সেই দামে জার্সি পাওয়া যাবে না। এ কারণে সব ধরনের লোক এখানে আসছেন তারা জার্সি পছন্দ করছেন। এবং সেগুলি কিনছেন । আশা করা যায় বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলার দিনগুলোতে আরো ভালো বেচাকেনা হবে।
তবে বেশিরভাগ দোকানী আশা করেন আর্জেন্টিনা ও ব্রাজিল যাতে ফাইনাল খেলে। এই দুটো দল ফাইনাল খেললে তাদের জার্সি বেচাকেনা বাড়বে পাশাপাশি নিজেরাও অনেকটা স্বাবলম্বী হতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha