মাগুরার মহম্মদপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় সোমবার রাতে তন্ময় বিশ^াস (২৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। তন্ময় যশোর এমএম কলেজের মাস্টার্সের ছাত্র।
সে উপজেলা বাবুখালী ইউনিয়নের বহলবাড়ীয়া গ্রামের রঞ্জন বিশ^াসের (কাঠ মিস্ত্রি) ছেলে। দুপরেই তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবর পেয়ে আজ মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস্) মো. কলিমউল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, সফ ঃধংরস সফ ঃধংরস (মোঃ তাসিম মোঃ তাসিম) নামের ফেসবুক আইডি থেকে রাসুল (সাঃ) কে নিয়ে নানা ধরণের কটুক্তি করা হয়। তাসিমের মোবাইলটি নষ্ট হয়ে যাওয়ায় সে এ বিষয়ে কিছু জানতে পারেনি।
পরের দিন বন্ধুদের মাধ্যমে জানতে পেরে থানায় অভিযোগ করে। তাসিমের অভিযোগের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ কঠোরভাবে অভিযান পরিচালনা করে সকল প্রকার প্রমাণাদিসহ তন্ময় বিশ^াসকে আটক করা হয়েছে। তাসিম একই ইউনিয়নের আড়পাড়া গ্রামের লুৎফর ফকিরের ছেলে।
যে ভাবে তন্ময় তাসিমের ফেসবুক আইডি পেয়েছে- তাসিম মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের ফলে এবং মোবাইলে বেশী সময় ব্যায় করার কারণে তার বাবা লুৎফর ফকির রাগ করে গত একমাস আগে তাসিমের ব্যবহৃত ফোনটি ভেঙ্গে ফেলে।
কয়েকদিন পরে তাসিমের সিম কার্ডটিও তার বাবা নিজের বাটন ফোনে ঢুকিয়ে ব্যবহার করতে থাকে। কিন্তু ১০ থেকে ১৫ দিন পূর্বে তাসিমের বাবার কাছ থেকে বাটন ফোনটিও হারিয়ে যায়। হারিয়ে যাওয়া মোবাইলটি তন্ময়ের হাতে পড়ে।
তন্ময় মোবাইলটি পেয়ে তাসিমের সিম কার্ডটি নিজের মোবাইলে প্রবেশ করিয়ে এই নম্বর দিয়ে সহজেই তাসিমের ফেসবুক আইডি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে তন্ময় মুসলিম বিদ্বেষী হয়ে মোঃ মো. তাসিম আইডি দিয়ে রাসুল (সাঃ) কে নিয়ে নানা ধরণের কটুক্তিমূলক আজেবাজে পোষ্ট দেয়।
পোষ্টের পরের দিন বন্ধুদের মাধ্যমে তাসিম বিষয়টি জানতে পারে যে তার ফেসবুক আইডি দিয়ে কেউ রাসুল (সাঃ) কে নিয়ে বাজে মন্তব্য করেছে। সঙ্গে সঙ্গে তাসিম মহম্মদপুর থানায় এসে পুলিশকে বিস্তারিত জানিয়ে অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কঠোরভাবে অভিযান চালিয়ে তন্ময় বিশ^াসকে সকল প্রকার প্রমাণাদিসহ আটক করেন। আটকের পর তন্ময়কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস্) মোঃ কলিমউল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয় মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় জানান, তন্ময়কে আটক করে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha