আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ১১:১৮ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১৬, ২০২২, ১১:৩৩ এ.এম
নলছিটিতে খাস জমি দখলের অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে সাবেক এক ছাত্রদল নেতা ও তার ভাইদের বিরুদ্ধে খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তদারকি না থাকায় কোনো বাধা ছাড়াই নিজেদের ইচ্ছামতো খাস জায়গা দখল করছে।
এ বিষয় এলাকাবাসীর পক্ষে সৈয়দ শাওন ইসলাম বাবু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সরকারি খাস জায়গা দখলমুক্ত করতে লিখিত অভিযোগ দিয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ইউএনও রুম্পা সিকদার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তৌহিদ গং উপজেলা শহরের প্রাণকেন্দ্র থানা সড়ক সংলগ্ন (শহীদ মিনারের বিপরীতে) জে.এল ৪৩, নলছিটি মৌজার ১ নম্বর খতিয়ানের এসএ ১১৬৫ ও ১১৬৬ দাগের প্রায় ৮০ শতাংশ জমি দখল করেছেন। এদিকে তৌহিদ গং প্রায়ত বীরমুক্তিযোদ্ধা মো. আহসান হাবিবের জমি দখলের পায়তারা চালাচ্ছে বলে তার পরিবারের লোকজন অভিযোগ করেছে।
ওই মুক্তিযোদ্ধার ছেলে শফিকুল ইসলাম ইমন বলেন, একই মৌজার ১১৬৪ নম্বর দাগের জমিও দখলে নেয়ার চেষ্টায় লিপ্ত তৌহিদ গং। এ বিষয়ে সকল অভিযোগ অস্বীকার করে কে.এম.আর তৌহিদ বলেন, আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আমরা কারো জমি দখলের সঙ্গে জড়িত নই।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha