ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর জিসান (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ। নিহত শিশু উপজেলার বজরাপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
সোমবার বেলা ১১টারি দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ২৭ জানুয়ারি থেকে শিশুটি নিখোঁজ ছিল। এরপর পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে না পেয়ে শিশুটির পরিবার থানায় সাধারন ডায়েরি করে।
নিখোঁজের পাঁচদিন পর সোমবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায়।
শিশুটির শরীরে নির্যাতনের কোন চিহ্ন নেই। এ ছাড়া মনে হচ্ছে গেল রাতেই সে মারা গেছে। ফলে কিভাবে সে মারা গেছে তা এখনি বলা যাচ্ছে। তবে তদন্ত চলছে আশা করছি দ্রুতই রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।