গোমস্তাপুরে বড় ভাই আবদুর রশিদকে হত্যার দায়ে ছোট ভাই দুরুল হোদাকে (৬৪) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম একমাত্র আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দ-িত ব্যক্তি হলেন- চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গড়িয়াবাজার গ্রামের মৃত উমেদ আলীর ছেলে। মামলার বিবরণে বলা হয়, দুই ভাইয়ের মধ্যে বাড়ির সড়ক নিয়ে পূর্ববিরোধ ছিল। গত ২০১৮ সালের ৪ মার্চ বড় ভাই রশিদ ওই সড়কে কাজ করছিল।
এ সময় ছোট ভাই দুরুল হোদা কুপিয়ে বড় ভাইকে হত্যা করে। ঘটনার দিনই নিহতের স্ত্রী জেলেখা বেগম বাদি হয়ে দুরুল হোদাকে আসামী করে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার তৎকালীন ওসি শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল দুরুল হোদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমাণাদী শেষে আদালত এই রায় দেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫