আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ১২:২৫ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ১৪, ২০২২, ১২:৩৭ পি.এম
লছিটিতে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখাসহ ১৩দফা দাবিতে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলায় মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসীন নলছিটি উপজেলা শাখা।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রুম্পা সিকদার’র নিকট স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ফয়রা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুস সবুর, তিমিরকাঠি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ নোমানী,কামদেবপুর আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মন্নান প্রমুখ।
তারা বলেন, সরকারের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার সাথে আমরাও একমত তবে কিছু কিছু বিষয় নিয়ে আলেম ওলামাদের আপত্তি রয়েছে যেগুলো ইসলামি ভাবধারার সাথে সরাসরি সাংঘর্ষিক বিশেষ করে বিজ্ঞান বইতে উলঙ্গ নারীর ছবি,ডারউইনের মতবাদ, দেবদেবীর ছবি ছাড়াও আরও কিছু ছবি রয়েছে যা নিয়ে আমাদের আলেম সমোজের আপত্তি রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha